জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়

1

দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে দেশের শাসন-ক্ষমতা সৎ, চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী।
গত ১৬ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া শান্তিনগর সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী বলেন, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।
স্বাধীনতার পর থেকে কোন সরকারই মানুষের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। মহান আল্লাহ মানুষ সৃষ্টির পাশাপাশি তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে কোরআন পাঠিয়েছেন সেই কোরআনের শাসনের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। ওয়ার্ড সভাপতি নুর হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইছহাকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা জামায়াতের আমীর আবদুল জব্বার, থানা কর্মপরিষদ সদস্য আলহাজ আহমদুল হক, মুফিজুর রহমান, ফরিদ উদ্দীন বাকলিয়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আমীর মুহাম্মদ কামাল হোসাইন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী, বিএম সম্পাদক ইকরামুল হক, অফিস সম্পাদক এহছানুল হক মিলন, মাহমুদুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি