পূর্ব মাদারবাড়ী নবীন সংঘ আয়োজিত জাফর আহমেদ মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শীঘ্রই শুরু হবে। এতে একক ও দ্বৈত বিভাগের খেলা হবে। বিজয়ীদের ট্রফিসহ প্রাইজমানি দেয়া হবে। খেলার স্থান দারোগাহাট লেইন শহীদ এমরান সড়কস্থ মাঠ। এতে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২২ ফেব্রæয়ারির মধ্যে যোগাযোগ করে নাম এন্ট্রি করতে হবে। যোগাযোগ- ০১৬১৫১১৮৮৮৬, বুক হেভেন নুপুর মার্কেট, টেন স্পোর্টস, অ্যাপোলো শপিং, বাংলাদেশ স্পোর্টস, জলসা সুপার মার্কেট। বিজ্ঞপ্তি