জাপানে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ৪২

33

জাপানের উত্তরাঞ্চলীয় শহর সাপোরোর এক রেস্টুরেন্টে বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার রাতের এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। বিস্ফোরণের পর পুলিশ এলাকাটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।