জাপানে নববর্ষের উৎসবে গাড়ি হামলা, আহত ৮

35

জাপানের রাজধানী টোকিওতে খ্রিস্টীয় নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে গাড়ির ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। পুলিশের এক মুখপাত্র জানান, চালককে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় স¤প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ওই ব্যক্তি হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করা হয়। গাড়িচালকের নাম, কাজুহিরো কুসাকাবে। তিনি ওসাকার বাসিন্দা। এনএইচকের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে একে সন্ত্রাসী কর্মকান্ড বলা হয়েছিলো।
সোমবার মধ্যরাতে টোকিও মেজি শ্রাইনে এই হামলা চালানো হয়। সেখানে থাকা ২৭ বছর বয়সী এক কর্মী তাতসুইরো ইয়াগাসি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। আমি এমন কিছুর সঙ্গে পরিচিত নই।’
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেসময় ওই স্থানে গাড়ি চলাচল নিষেধ ছিলো। টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ধূসর রংয়ের একটি গাড়ি এই হামলা চালায়। গাড়িচালক পালিয়ে যাওয়ার ২০ মিনিট পর পথচারীরাই তাকে আটক করে পুলিশে দেয়।