পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আহত যোদ্ধাদের হাতে অনুদানের চেক তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, সকল শহীদদের পরিবারসহ সহপাঠীদের সাথে যোগাযোগ করে জুলাই শহীদদের স্মৃতি সংগ্রহ করে যাদুঘরে সংরক্ষণ করা হবে যাতে ভবিষ্যত প্রজন্ম বুঝতে পারে শহীদদের আত্মত্যাগের আবেগানুভূতি ও প্রত্যাশা কি ছিল। ধারাবাহিক যে ফ্যাসিজম বাংলাদেশে শিকড় গজিয়েছিল জুলাই শহীদদের সর্বোচ্চ ত্যাগে তা পতিত হয়েছে। তাই শহীদদের এ ত্যাগকে স্মরণীয় রাখতে সকলকে প্রতিশ্রুতিশীল থাকতে হবে।
এর পূর্বে পেকুয়ায় জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাড়িতে তার স্মৃতি বিজড়িত সরঞ্জাম সংগ্রহে যান অন্তর্র্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এসময় তাঁর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, উপদেষ্ঠার সহকারী সচিব মফিদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমসহ উপদেষ্টার সফরসঙ্গী ছাত্র সমন্বয়কসহ শহীদদের স্মৃতি সংগ্রহ টিমের সদস্যরা। উপদেষ্টা ৩৫ মিনিট শহীদ ওয়াসিমের বাড়িতে উপস্থিত থেকে ওয়াসিমের পিতা শফিউল আলম ও মা, বোন, চাচা-ভাইসহ পরিবারের নিকটজনদের সাথে একান্ত আলাপচারিতায় শহীদ ওয়াসিমের নানা স্মৃতি ও জুলাই আন্দোলনের সময় পরিবারের সাথে কিভাবে যোগাযোগ করেছিল তার নিকট বন্ধু সহযোদ্ধাদের তথ্য সংগ্রহ করেন। এর পূর্বে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই বিপ্লবে আহত সি ক্যাটাগরির ৫ জন যথাক্রমে আমিনুল হাসান রাফি, আকিল বিন জাকের, হেলাল উদ্দিন, সায়েদ মোহাম্মদ শামিম, মাকসাদুল মুস্তাছিরকে ১ লক্ষ টাকা করে চেক বিতরণ করেন।