‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় স্যানিটেশন মাস, অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ চৌধুরী, মেডিক্যাল অফিসার সুবীর চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রীতি রঞ্জন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী লাল চাকমা, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) পূর্ণেন্দু চাকমা, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, একটি বাড়ি একটি খামার এর উপজেলা সমন্বয়কারী নিত্যলাল তঞ্চঙ্গ্যা প্রমুখ। Ñবিলাইছড়ি প্রতিনিধি