জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে আজ

23

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯। আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে এই সপ্তাহ। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক জানান, মৎস্য সপ্তাহ উদযাপনে চট্টগ্রামে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সমন্বিতভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সুধি সমাবেশ, র‌্যালি ও রুই
জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ। আগামীকাল বৃহস্পতিবার সার্কিট হাউসে কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সুধি সমাবেশে সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক ড. মো. আবুল হাছানাত বিশেষ অতিথি থাকবেন।