জাতীয় লিগে রিপনের সেঞ্চুরি

1

স্পোর্টস ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগে কক্সবাজারের একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। শুরুতে ব্যাট করতে নেমে ৩৭১ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। জবাবে নিজেদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করেছে ঢাকা। এ ম্যাচে চট্টগ্রামের হয়ে দারুণ খেলা পারভেজ হোসেন ইমন ৯৫ রানে হয়েছেন রান আউট। তবে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ সাজ্জাদুল হক রিপন। ১৮৫ বল খেলে ১৪ চার ও ৫ ছক্কায় ১৩৯ রান করেছেন চন্দনাইশ থেকে উঠে আসা সাউদার্ন ইউনিভার্সিটি ক্রিকেট টিমের অধিনায়ক রিপন।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিপন মÐল, এনামুল হক ও শুভাগত হোম। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ২০৫ রান করে অলআউট হয়ে গেছে বরিশাল। এক বল খেলে কোনো রান করেনি রাজশাহী। বরিশালের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইফতেখার হোসেন ইফতি। ১২ চার ও একটি ছক্কায় ২০৫ বলে ১১৬ রান করেছেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় খুলনা। অমিত মজুমদার ও এনামুল হক বিজয় সেঞ্চুরি করেন। পরে ঢাকা মেট্রো ২১০ রানে অলআউট হলে তাদের ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় খুলনা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ১৫৮ রানে অলআউট হয় রংপুর। নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয় সিলেটও।