জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মশালা

2

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে গতকাল ৪ নভেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জাজ আদালত এর সম্মেলন কক্ষে আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে একটি কর্মশালা আয়োজন করে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিম্স প্রকল্পের (২য় পর্যায়) ‘এক্সেস টুজাস্টিস’ কার্যক্রমের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনিয়র জেলা ও দায়রা জজ চট্টগ্রাম, মো. হেমায়েত উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিল আফরোজ। অনুষ্ঠানটিতে সংশ্লিষ্ট ১৩ জন বিচারকসহ চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রুপন কুমার দাস অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা এবং বিষয়বস্তুর উপর উপস্থাপনা করেন সিমস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা-‘কেস এন্ড নলেজ ম্যানেজমেন্ট’ মো. হানিফ মাহমুদ। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প কর্মকর্তা-এক্সেস টু জাস্টিস, অ্যাড. ফেরদেীস নিগার এবং প্রত্যাশি’র প্রকল্প ব্যবস্থাপক বশীর আহমেদ মনি।