জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের কমিটি বাতিল

4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় কমিশনার কার্যালয় (শিক্ষা ও আইসিটি) থেকে জারি করা পত্রের নির্দেশনা বাস্তবায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করা হল। এসব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে কমিটি করতে স্নাতক ডিগ্রিধারী তিনজনের নাম প্রস্তাবেরও অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে। খবর বিডিনিউজের
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্র্বর্তী সরকারের দায়িত্বগ্রহণের পর ২০ আগস্ট দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়।