নওগাঁ জেলার বিতর্ক সংগঠন ‘ডিবেট ক্লাব অফ নওগাঁ’ কর্তৃক আয়োজিত ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রেজেন্টস-ডিসিএন জাতীয় বিতর্ক উৎসব ২০২৪’-এ ২৮ ডিসেম্বর প্রিমিয়ার ইউনিভার্সিটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) এর দল ‘পিইউডিএস সন্দেশ’ এই অসাধারণ সাফল্য দেখিয়েছে। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজেদের মেধা ও যুক্তির দক্ষতায় দলটি ফাইনালে পৌঁছে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের আগ পর্যন্ত সবকটি বিতর্ক জিতে অপরাজিত থেকে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে দলটি। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে দলটি রানারআপ হয়। দলের সদস্যরা হলেন- তন্ময় বড়ুয়া, ইসমাইল হোসেন তন্ময় ও মোহাম্মদ ইশতিয়াক। এছাড়াও তন্ময় বড়ুয়া এবং ইসমাইল হোসেন তন্ময় বক্তা হিসেবে প্রতিযোগিতায় তৃতীয় সেরা বিতার্কিক নির্বাচিত হন।
বিপ্লব-পরবর্তী সময়ে বিতর্কের মঞ্চে পিইউডিএস-এর এই অর্জন সংগঠনের জন্য অত্যন্ত গর্বের। দলের সদস্যরা তাদের কঠোর পরিশ্রম ও মেধার পরিচয় দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। বিজ্ঞপ্তি