জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ চট্টগ্রাম-ফেনী প্রি কো. ফাইনাল ম্যাচ

1

সাইফুল্লাহ চৌধুরী, নোয়াখালী থেকে

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শহীদ ওয়াসিম আকরাম অঞ্চলের প্রি- কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ দুপুর ২টায় নিরপেক্ষ ভেন্যু নোয়াখালীর ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচে বিজয়ী দ জোন চ্যাম্পিয়ন হিসেবে ঢাকায় অনুস্টিতব্য কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা র্অজন করবে। প্রি কোয়ার্টার ফাইনালের এ ম্যাচে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা দল মুখোমুখি হবে। এ ম্যাচে অংশ নিতে চট্টগ্রাম জেলা দল গতকাল সকালে যাত্রা করে সড়কপথে বেলা ১২ টা নাগাদ নোয়াখালী এসে পৌঁছে। বিকেলে ফাইনাল খেলার ভেন্যু ভুলু স্টেডিয়ামে অনুশীলন করে।
এদিকে ম্যাচের আয়োজক নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে জানা গেছে, খেলার অপর প্রতিদ্বন্দ্বী ফেনী জেলা দল আজ সকালে এসে, দুপুরের ফাইনালে মাঠে নামবে।
এদিকে চট্টগ্রাম জেলা দলের কোচ নাজিমউদ্দীন নাজু আজকের খেলার মাঠ নিয়ে মোটেও সন্তুষ্ট নন বলে জানান।
মাঠের মাঝখানে বিশাল জায়গাজুড়ে কোন ঘাস নাই, মাঠের পূর্ব দিকের অংশ অসমতল। এতে স্বাভাবিক খেলায় বিঘœ হতে পারে। অবশ্য এ মাঠেই ফিরতি পর্বের এক ম্যাচে স্বাগতিক নোয়াখালীর বিপক্ষে ০-১ গোলে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার সরওয়ার আলম চৌধুরী মনি জানান, আজ তিনি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছেন না। আক্রমণ ভাগের সেরা তারকা, গোল মেশিন রোমান ইনজুরিতে, মধ্যমাঠের তানভীরও পুরোপুরি ফিট নয়। তবে ব্যাক আপ দেয়ার মতো খেলোয়াড় দলে আছেন বলে জানান আত্মবিশ্বাসী মনি।
অন্যদিকে, কাগজে কলমে শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকা চট্টগ্রাম জেলা আজ জোন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে।
তবে, নিজেদের প্রতিবেশী জেলাতে অনুষ্ঠিতব্য ফাইনালে ফেনী জেলা সহজে ছাড় দেবেনা বলে অনেকেই মনে করছেন। এছাড়া স্থানীয় দর্শকদের সমর্থনও পেতে পারে ফেনী। কেননা, চট্টগ্রামের কাছে হেরেই আসর থেকে বিদায় নেয় নোয়াখালী জেলা।
আজকের জোন ফাইনালের জন্য চট্টগ্রাম বাসীর কাছে দোয়া কামনা করেছেন জেলা দলের কোচ নাজিমউদ্দীন নাজু ও ম্যানেজার সরওয়ার আলম চৌধুরী মনি।