রাউজান প্রতিনিধি
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে উদ্যাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র আয়োজনে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন’র সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এরমধ্যে ছিল র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, ভূমিকম্প, বন্যা, বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগের উপর মহড়া ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অংছিং মারমা। মহড়া পরিচালনা করেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাউজান ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা এসময় বলেন, ‘যে কোনো দুর্যোগ সংঘটিত হওয়ার আগে কেউ জানতে পারে না। তারপরও সকল সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে ধারণা ও দুর্যোগ প্রতিরোধে সর্বদা প্রস্তুত থাকা প্রয়োজন। সচেতনতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করলে প্রাণহানি রোধ ও সম্পদ রক্ষা করা সম্ভব। তাই দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকা জরুরি’।