ক্রীড়া প্রতিবেদক
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া আসরে ভলিবলের উভয় গ্রæপে এবং বাস্কেটবল বালিকা ও টেবিল টেনিস বালক গ্রুপে বকুল অঞ্চলের প্রতিনিধি বান্দরবান জেলার লামা উপজেলাস্থ কোয়ান্টাম কসমো স্কুল শিরোপা লাভ করেছে।
এবার চট্টগ্রামের আসরে ভলিবল বালক ও বালিকা গ্রুপে তিনটি ম্যাচেই তারা জয়লাভ করে শিরোপা ট্রফি জিতে নেয়। বাস্কেট বল বালিকা গ্রুপ ও টেবিল টেনিস বালক গ্রুপে সহজেই অন্য অঞ্চলের প্রতিপক্ষ দলগুলোকে হারায় দলটি। ভলিবল বালক গ্রুপের অন্য তিন দলের মধ্যে রানার্সআপ হয়েছে পদ্ম অঞ্চলের ময়মনসিংহ জেলার মানকোন হাই স্কুল। তারা দু’টিতে জয় অন্য একটিতে পরাজিত হয়ে ৪ পয়েন্ট পেয়ে আসর শেষ করে। চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল বাস্কেট বল বালক গ্রুপের শিরোপা পুনরুদ্ধার করেছে। যশোরে অনুষ্ঠিত গত আসরে শিরোপা হাতছাড়া হয়েছিল দলটির। চট্টগ্রামের চলতি আসরে ঢাকার সেন্ট যোসেফ স্কুল, চাঁপা অঞ্চলের দিনাজপুরের সেন্ট ফিলিপস স্কুল ও গোলাপ অঞ্চলের খুলনা জেলা স্কুলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। বাস্কেট বল বালিকা গ্রুপে কোয়ান্টাম কসমো স্কুল মেয়েরা প্রথম ম্যাচে পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জের আরজত আতরজান স্কুলকে, দ্বিতীয় ম্যাচে গোলাপ অঞ্চলের যশোরের প্রগতি মাধ্যমিক বালিকা স্কুলকে এবং তৃতীয় ম্যাচে চাপা অঞ্চলের দিনাজপুরের সেন্ট ফিলিপস স্কুলের বালিকা দলকে পরাজিত করে।
লিগ পদ্ধতির প্রতিযোগিতার রানার্সআপ দল প্রগতি মাধ্যমিক স্কুল। হকি বালক গ্রুপে তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপা অঞ্চলের রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অন্যদিকে এই গ্রুপের রানার্সআপ দল হলো বকুল অঞ্চলের কক্সবাজার জেলার বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল দল। প্রতিযোগিতার শেষ দিনে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি স্কুল মাঠে হকি বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পদ্ম অঞ্চলের নারায়নগঞ্জের পূর্বজাল কুড়ি আদর্শ স্কুল। আসরের সব কযটি ম্যাচে তারা জয়লাভ করে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম কলেজ মিলনায়তনে ৬দিনব্যাপী ক্রীড়া আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।