জাতীয় কবি নজরুল মঞ্চের অভিনন্দনলিপি

1

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করায় আন্তরিক অভিনন্দন জানিয়ে একটি অভিনন্দনলিপি প্রদান করেছে জাতীয় কবি নজরুল মঞ্চ, চট্টগ্রাম। গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই অভিনন্দনলিপি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে পাঠানো হয়। অভিনন্দন লিপি গ্রহণকালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী চেতনার প্রতীক। তাঁর সাহিত্য, গান ও সংগ্রামী আদর্শ আজও জাতির পথপ্রদর্শক। তাঁকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে জাতি তার প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগের জন্য আমরা সবাই গভীরভাবে কৃতজ্ঞ। জাতীয় কবি নজরুল মঞ্চের সভাপতি ফরিদা করিম এবং সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে অভিনন্দনলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা একে এম ওসমান গনি, নুরুল জামাল, কাজী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যান্য সদস্যরা। নজরুল মঞ্চের নেতৃবৃন্দ বলেন, জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি বাঙালি জাতির জন্য এক গৌরবময় অর্জন। তাঁর চেতনা ও সৃজনশীলতা জাতির জন্য অমূল্য সম্পদ। আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, যারা এই মহান উদ্যোগ বাস্তবায়ন করেছেন। উপস্থিত নেতৃবৃন্দ নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই স্বীকৃতি জাতির ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে অ¤øান থাকবে। বিজ্ঞপ্তি