ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম’র উদ্যোগে ইউএসটিসি’র প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা বিশ্ববিদ্যলয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ড. হেদায়েত উল্লাহের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, গেস্ট অব অনার ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ওমর কায়সার, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শফিউল হাসান, বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, আইএইচএসও সম্মানিত সদস্য সিন্ডিকেট বোর্ড অব ট্রাস্টিজ ইউএসটিসি, প্রফেসর ড. মোহাম্মদ বদিউল আলম, পরিচালক, আইএইচএস হসপিটাল, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার। বিজ্ঞপ্তি