পটিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ার ৬ দিনের মাথায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে দশটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ জাতীয়বাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্টগ্রামের পটিয়ার মোহাম্মদ হাশেম চৌধুরী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে মোহাম্মদ হাশেম চৌধুরী এর সাথে কোন প্রকার সাংগঠনিক কার্যক্রম না করার জন্য সকলকে নির্দেশ প্রদান করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আওয়ামী লীগের দোসর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হাশেম চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই পটিয়া জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আওয়ামী লীগের দোসরের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে পোস্ট করেন। ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে কিছু দিন আত্মগোপনে ছিলেন। এরপর থেকে আবারো প্রকাশ্যে এসে পটিয়ার বিএনপি নেতাকর্মীদের সাথে ছবি তোলে তার ফেইসবুক পেইজে শেয়ার করেন। রাতারাতি নিজেকে বিএনপির অনুসারী হিসেবে জাহির করেন।
উল্লেখ্য, গত ২৪ মে সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বেপারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালাম ফয়েজী স্বাক্ষরিত এক সাংগঠনিক পত্রে তাকে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোনীত করা হয়েছিল।