গত ২৩ মে বান্দরবান সদরের নবোদয় সংঘের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের বর্ধিত সভা ও কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে লুসাই মং সভাপতি এবং রুবেল বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। বর্ধিত সভার শুরুতে এক বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয় এবং কাউন্সিলে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করানো হয়। সংগঠনের সাবেক আহব্বায়ক লুসাই মং এর সভাপতিত্বে, সাচিং মারমা ও আনন্দ তঞ্চঙ্গ্যার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। প্রধান বক্তা বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি বান্দরবান সদর বিএনপি সদস্য সচিব বাবু চনু মং। সংগঠনের সারসংক্ষেপ পাঠ করে শুনান সাবেক সদস্য সচিব প্রকৌশলী দীপু বড়ুয়া এবং গঠনতন্ত্র পাঠ করেন সাবেক যুগ্ন সদস্য সচিব প্রীতম বড়ুয়া ডালিম। এতে আরো বক্তব্য প্রদান করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক কমল জ্যোতি বড়ুয়া, মাও সেতুং তঞ্চঙ্গ্যা, মংসাচিং, নন্দন বড়ুয়া, মুই থুই অংসুজন বড়ুয়া, দিক্ষীত বড়ুয়া। উপস্থিত ছিলেন ডালিম বড়ুয়া, সজল বড়ুয়া, টিম প্রু হ্যাডম্যান, রাহুল চাকমা, নীরু বড়ুয়া, চয়ন বড়ুয়া, উজ্জল তঞ্চঙ্গ্যার, রাজিব বড়ুয়া, প্লাবন বড়ুয়া, মোহন বড়ুয়া, নিশাত বড়ুয়া, সুমন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, নথোই চিং মারমা, তাপস বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, রনি বড়ুয়া, কল্লোল বড়ুয়া, শোভন বড়ুয়া, সাথী বড়ুয়া, মিথুন বড়ুয়া, টুটুল বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি