জাতীয়তাবাদী জুলাই আগস্ট যোদ্ধা কেন্দ্রীয় কমিটি গঠিত

1

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয়া এবং গেজেটপ্রাপ্ত আহত যোদ্ধাদের সমন্বয়ে জাতীয়তাবাদী জুলাই-আগস্ট যোদ্ধা নামের সংগঠন আত্মপ্রকাশ করেছে। ২৮ মে ৫১ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াতকে প্রধান সমন্বয়ক, আলিফ উদ্দিন রুবেলকে সভাপতি ও ফারহান জামিলকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানকে উপদেষ্টা করা হয়। এছাড়া আরিফুল ইসলামকে সিনিয়র যুগ্ম সম্পাদক, সোহেল সিদ্দিকী রনি ও মো. এরশাদ যুগ্ম সম্পাদক, জহির আলম জিসান সাংগঠনিক সম্পাদক, মুহিত হোসেন দপ্তর সম্পাদক ও ফাতেমাতুজ জোহরা সেবাকে অর্থ সম্পাদক করা হয়েছে। উপদেষ্টা পরিষদ এই কমিটি অনুমোদন দেন। দ্রæত সময়ের মধ্যে জেলা কমিটিগুলো গঠন করা হবে। বিজ্ঞপ্তি