জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রস্ততি সভা

2

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনের জন্য জাতীয়তাবাদী গবেষণা পরিষদেন উদ্যোগে প্রস্তুতি সভা ৩ নভেম্বর বিকেলে পরিষদের সভাপতি ড. মোজাফ্ফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে দামপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য খোরশেদুল আলম, পরিষদের সিনিয়র সহ সভাপতি খোরশেদুর রহমান, সহ সভাপতি শামসুল আনোয়ার, শাহ আলম, জিয়াউদিন খালেদ, এডভোকেট এরশাদুর রহমান লিটু, শফিক আহমদ, কে এম সেলিম, এডভোকেট নুরুল মোমেন, রাসেল পারভেজ সুজন, আবদুল আওয়াল, জসিম উদ্দিন হিমেল, এডভোকেট সঞ্চয় আচার্য, রফিকুল ইসলাম সর্দার, জসিম উদ্দিন মামুন, খাইরুল বাশার লিটন, শাহজাহান চৌধুরী প্রমুখ।
সভায় মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৬ নভেম্বর পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইব্রেরি হলে বিকেলে ‘৭ নভেম্বর হতে জুলাই বিপ্লব’ শীর্ষক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং অনুষ্ঠান সফল করার জন্য বক্তারা অনুরোধ করেন। বিজ্ঞপ্তি