জাতীয়তাবাদী অটোটেম্পো সিএনজি শ্রমিকদলের সভা

2

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দুদক পিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বলেছেন, চট্টগ্রাম নগরীতে প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। দীর্ঘদিন ধরে অটোরিকশা চালক ও মালিকের মধ্যে ভাড়া নিয়ে টানাপোড়েনের কারণে যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হয়। মালিক পক্ষ ভাড়া বাড়ানোর জন্য ধর্মঘট ডাকছেন আর চালকেরা সহনীয় পর্যায়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে মানববন্ধন করছেন। চালক ও মালিকপক্ষের বিরোধের কারণে এই সেক্টরে নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি মালিকপক্ষকে চালকদের সহনীয় ভাড়া মেনে নিতে হবে। যদি যৌক্তিক দাবি মেনে নেয়া না হয় তাহলে হাইকোর্টে রিট করে দাবি আদায় করা হবে। গত ২৭ অক্টোবর নগরীর রামপুর ওয়ার্ডের ওয়াবদা কলোনিতে জাতীয়তাবাদী অটোটেম্পো ও সিএনজি শ্রমিকদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম জাতীয়তাবাদী অটোটেম্পো ও সিএনজি শ্রমিকদলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মিয়া মো. হারুনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ডবলমুরিং থানা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মিয়াজি। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তপন, রামপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সওদাগর, হালিশহর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সাদ্দাম, চট্টগ্রাম অটোটেম্পো ও সিএনজি শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি কামাল উদ্দিন, শাহ পরান, আবদুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি