জাতি ইসলামী মূল্যবোধের দেশের অপেক্ষায় : মাওলানা শাহজাহান

1

হালিশহর পিসি রোডে অবস্থিত জেপি কনভেনশন হল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হালিশহর থানার উদ্যোগে ১১ এপ্রিল সকাল সাড়ে ৯টায় ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম জোনাল ইনচার্জ মাওলানা মো. শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি আজ ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত ইসলামী মূল্যবোধের বাংলাদেশের অপেক্ষায় আছে। এই জন আকাক্সক্ষার বাংলাদেশ শুধুমাত্র আগামী সংসদ নির্বাচনে সৎ যোগ্য লোকগুলোকে সংসদে পাঠানোর মাধ্যমেই সম্ভব। তিনি আগামী নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের পক্ষে জনমত গঠন করার জন্য উদার্ত আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো. নজরুল ইসলাম, মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বক্তব্য দেন থানা নায়েবে আমীর ড. শাহাদাত হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, থানা শূরা ও কর্ম পরিষদ সদস্য, ২৬নং ওয়ার্ডের সমাজসেবক এস.এম সাইফুদ্দিন, ২৫নং রামপুর ওয়ার্ডের সমাজকর্মী মো. শাহাজাহান, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সমাজসেবক এডভোকেট শেখ জোবায়ের মাহমুদ। উপস্থিত ছিলেন থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আবদুল্লাহ, শূরা ও কর্ম পরিষদ সদস্য মাকসুদুল মাওলা, মাওলানা এবিএম সুলাইমান, বেলাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি