জাতিসংঘ ওআইসি আরবলীগের দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে

1

অধ্যক্ষ হযরতুলহাজ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, ফিলিস্তিনের গাজা ভূখÐে মানবিক বিপর্যয় ঘটেছে। দখলদার ইসরাইলের পাশবিকতা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। গাজা এখন বধ্যভূমিতে পরিণত হয়েছে।
নারী-শিশুর আর্ত চিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, ফিলিস্তিনিরা ভূমিজ সন্তান হয়েও নিজ দেশে শরণার্থী। মাতৃভূমি রক্ষায় ফিলিস্তিনিরা দীর্ঘ ৭০ বছর ধরে ভূঁইফোড় ইসরায়েলের হাতে মার খাচ্ছে। ইসরায়লী মিত্র ইঙ্গ-মার্কিনিরা কেবল ফিলিস্তিন নয়, তারা গোটা মধ্যপ্রাচ্য দখলে মরিয়া হয়ে উঠেছে। এতদসত্তে¡ও মুসলিম রাষ্ট্রসমূহের নির্লিপ্ত ভূমিকা খুবই দুঃখজনক। এমতাবস্থায় গাজাসহ ফিলিস্তিনি মুসলমানদের সুরক্ষায় জাতিসংঘসহ বিশ্ব বিবেকের জাগরণ আবশ্যক। এছাড়া ফিলিস্তিনিদের সুরক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগের দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। তিনি ইসরাইলী পণ্য বয়কট করার আহবান জানিয়ে বলেন- এ মূহুর্তে সন্ত্রাসী ইসরাইলীদের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক আদালতে এ পাপিষ্ঠদের বিচারায়োজন করতে হবে।
বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১২ এপ্রিল ইসরাইল কর্তৃক গাজার মুসলমানদের উপর নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে অধ্যক্ষ আল্লামা জানে আলম নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান উপস্থিত ছিলেন চট্টগ্রাম বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম, আহমদিয়া করিমিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারি, কামালে ইশকে মুস্তফা (সা.) ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মফিজুর রহমান, নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ মহিউল হক, নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শহিদুল ইসলাম চৌধুরী, ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মফিজুর রহমান, কামালে ইশকে মুস্তাফা (সা.) ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যপক ড. আমিন উল্লাহ, গহিরা এফ কে জামেউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মহিউদ্দীন তাহেরী, শাকপুরা দারুসসুন্নাহ মোজাদ্দেদিয়া কামিল মাদ্রাসার অধ্যপক মাওলানা আমানত উল্লাহ মোজাদ্দেদি, কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সেকান্দর, নজিরিয়া নঈমিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মাহমুদুর রহমান, কাজী মুহাম্মদ ইসমাইল প্রমুখ। পরিশেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি