বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং উত্তর জেলা বিএনপির আহব্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিকালে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের সব ধরনের অধিকার হরণ করেছিল বিগত স্বৈরাচারী সরকার। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় কারাগারে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।
তিনি গতকাল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য এ কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এনামুল হক, অধ্যাপক আজম খান, জসীম উদ্দিন সিকদার, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, কর্নেল আজিমুল্লাহ বাহার, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, আনোয়ার হোসেন, মাহাবুব ছাফা, এজাহার মিয়া, জাকির হোসেন, জহির আজম চৌধুরী, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মোহাম্মদ সিদ্দিক, আবুধাবী বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, আকবর আলী, শফিউল আলম চৌধুরী, এইচ এম নুরুল হুদা, এডভোকেট খোরশেদ আলম, মনিরুল আলম জনি, মোহাম্মদ আশরাফ উল্লাহ, আজম খান, নুর উদ্দিন, তারেক চৌধুরী প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাসিমন ভবন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ এহসানুল হক। বিজ্ঞপ্তি