স্পোর্টস ডেস্ক
চট্টলার প্রাচীনতম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির কার্যকরী সংসদ ২০২৫-২৬ এর অভিষেক গত ৩০ মে শুক্রবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয়। আলোকঝলমলে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অন্তর্র্বতী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। জাগৃতির সভাপতি মো: ওসমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে গেস্ট অফ অনার্স হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মো: সফিউল আজম, হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কার্যকরী সংসদ ২০২৫ ২৬ এর নির্বাচন কমিশনার জসিম উদ্দিন, জাগৃতির অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অধ্যাপক দীপক দাশ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুসা কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান সোনিয়া নার্গিস লিপি, সাবেক সভাপতি ও আজীবন সদস্য সোহরাওয়ার্দী চৌধুরী, সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন মোহাম্মদ আলমগীর, জাগৃতির সাবেক সভাপতি রিজাউল আমিন বাবুল, আসলাম মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার মোঃ আবু তৈয়ব, খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম উদ্দিন, অভিষেক উপলক্ষে গঠিত বিভিন্ন উ-পরিষদের আহব্বায়ক ও সদস্যবৃন্দ, জাগৃতির প্রবীণ ও নবীন সদস্যসহ অভিষিক্ত কার্যকরী সংসদের সদস্যবৃন্দ। প্রধান অতিথিকে জাগৃতির পক্ষ হতে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিষেক স্মারক ‘তারুণ্য’ এর মোড়ক মোচন করা হয়। অভিষেক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ মুসা কল্যাণ ট্রাস্ট এর সহায়তায় এইচএসসি ২৪ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও জাগৃতি সদস্যদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান করা হয়।