জাকেরুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এমদাদ চৌধুরী

1

কাট্টলী জাকেরুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হলেন কাট্টলী টেক্সটাইলের এমডি ও তাকাফুল ইসলামী ইন্সরেন্সের ভাইস চেয়ারম্যান শিল্পপতি এমদাদুল হক চৌধুরী।
গত বৃহস্পতিবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসাসমূহের গভর্নিং বডি ও সংক্রান্ত সংবিধি-২০২৩’র অনুচ্ছেদ ৫ অনুযায়ী জেলা প্রশাসকের অনুমোদনক্রমে সহকারী কমিশনার (শিক্ষা) মো. ইসরাফিল জাহান স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রতিষ্ঠাতা সদস্য মনোনীত করা হয়। লাকী গ্রুপের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী উত্তর কাট্টলী চৌধুরী বাড়ির মো. আনোয়ার হোসেন চৌধুরী (আনু মিয়া)’র সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্যসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করছেন। বিজ্ঞপ্তি