জাঁকালো আয়োজনে পরীমনির জন্মদিন উদ্যাপন

113

প্রতিবারের মতো এবারও জাঁকালো আয়োজনে জন্মদিন উদ্যাপন করলেন চিত্রনায়িকা পরীমনি। এবার তিনি ধরা দিয়েছেন সাদা পরীর বেশে। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন পরী।
পরিবার ও শোবিজে নিজের কাছের মানুষদের আমন্ত্রণ জানান তিনি। জন্মদিনে পরীকে শুভেচ্ছা জানাতে আসেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, আনিসুর রহমান মিলন, আবদুর নুর সজল, সিয়াম আহমেদ, অভিনেত্রী মৌসুমী, রুনা খান, শবনম ফারিয়া, তানহা তাসনিয়া, নির্মাতা মালেক আফসারী, ওয়াজেদ আলী সুমন, দীপংকর দীপনসহ অনেকে। পরীমনি বলেন, প্রতিবছর আমার ডাকে সবাই ছুটে আসেন এটা খুব ভালো লাগে। আমি প্রিয় মানুষদের নিয়ে বিশেষ এ দিনটি উদযাপন করতে আনন্দ পাই। সবার কাছে আমার সামনের দিনগুলোর জন্য দোয়া চাই। এবারের জন্মদিনে সাদা গাউন পরে হাজির হোন পরী। সব অতিথির ভালোবাসায় সিক্ত হোন তিনি।