জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় ফ্লাইওভার হচ্ছে

90

নগরীর সাগরিকা জহুর আহমদ চৌধুরী ষ্টেডিয়ামের দক্ষিণাংশে জায়গায় থেকে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি,সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি গত মঙ্গলবার সকালে সাগরিকা জহুর আহমদ চৌধুরী ষ্টেডিয়াম সংলগ্ন নির্মিতব্য ফ্লাইওভার নির্মাণের স্থান নির্ধারণ উপলক্ষে পরির্দশনকালে সংশ্লিষ্টদের এ সিদ্ধান্তের কথা জানান। পরিদর্শনকালে চসিক প্যানেল মেয়র কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সিডিএ প্রধান প্রকৌশল হাসান বিন শামস, চসিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, বিসিবি এর ভেলু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, কিউরেটর জাহেদ রেজা বাবু, সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চিটাগাং সিটি আউটার রিং রোডের সাথে সাগরিকা এলাকার সংযোগ দানের জন্য সরকার ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই ফ্লাইওভার নির্মান করবে। এক কিলোমিটার দৈঘ্যের্র চার লেনবিশিষ্ট এ ফ্লাইওভারটি নামার স্থান হচ্ছে সাগরিকা স্টেডিয়াম গেট। এতে ফ্লাইওভারটি স্টেডিয়াম গেইট, ইনডোর ফিল্ড, পানির ট্যাংকার,পাম্প হাউজ,পাবলিক টয়লেট ও ব্যায়াগার সহ বিভিন্ন স্থাপনা উপরে পড়ে। এই স্থাপনা সমুহের কারণে ফ্লাইওভার নির্মাণ কাজ বাধাগ্রাস্থ হচ্ছে। এ অবস্থায় স্টেডিয়ামের স্থাপনা সমুহ সরিয়ে ফ্লাইওভারের নির্মাণের জন্য সিটি মেয়রের সাথে সিডিএ, চসিক প্রকৌশলীরা সরেজমিনে স্থান পরিদর্শন করেন। স্টেড়িয়ামের স্থাপনা সমুহ স্টেডিয়াম বাউন্ডারির মধ্যে সংস্কার ও পুর্ণঃনির্মাণের স্থান চিহ্নিত করে দেন মেয়র । তিনি খেলোয়াড়দের যাতায়াতের সুব্যবস্থা অক্ষুন্ন রেখে ফ্লাইওভার ও সড়ক নির্মাণের উপর গুরুত্বারোপ করেন। এতে ফ্লাইওভারের নির্মাণের আর কোনো সমস্যা রইল না। এই ফ্লাইওভার নির্মিত হলে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এছাড়া আন্তর্জাতিক খেলা চলাকালীন সময়ে স্টেডিয়াম এলাকায় সহজে প্রবেশ করতে পারবে। বিজ্ঞপ্তি