জলাবদ্ধতা নিরসন করবে নবনির্মিত সড়ক ও নালা : চসিক মেয়র

1

৮নং শুলকবহর ওয়ার্ডস্থ রমজু মিয়া সড়ক, বহদ্দারহাট পুলিশ বক্স হতে জঙ্গি শাহ মাজার সংলগ্ন রোড, বার আউলিয়া মসজিদ রোডের উন্নয়ন, গ্রীনভিউ হাউজিং সোসাইটি রোডের উন্নয়ন, লায়ন্স চক্ষু হাসপাতাল সড়কের উন্নয়ন, ডেন্টাল গলি, ভূঁইয়া এবং জলিল সর্দার বাড়ি রোড, হুরবাগ আবাসিক এলাকার রোডের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার উদ্বোধন হওয়া ৪ কোটি ৭৭ লক্ষ টাকার প্রকল্পের আওতায় রমজু মিয়া সড়কের ১১০০ ফুট রাস্তা ও নালার কাজ সম্পন্ন করা হয়েছে এবং জঙ্গি শাহ মাজার রোডের ১৫০০ ফুট রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনকালে মেয়র জানান, ৮ নং শুলকবহর ওয়ার্ডে ১৫ টি উপ-প্রকল্পের মাধ্যমে ৭৮ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চসিক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় ৬২ কোটি টাকা ব্যয়ে ১১ টি উপ-প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মধ্যে ৩৫ কোটি টাকার কাজ সম্পাদন হয়েছে এবং ২৭ কোটি টাকার কাজ চলমান রয়েছে। ১৬ কোটি টাকা ব্যয়ে ৩ টি উপ-প্রকল্পের প্রাক্কলন প্রক্রিয়াধীন রয়েছে। জলাবদ্ধতা নিরসন করবে নবনির্মিত সড়ক ও নালা। এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি