জলাবদ্ধতামুক্ত ক্লিন চট্টগ্রাম দেখতে চাই : উপদেষ্টা

4

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, ডা. শাহাদাত হোসেন বিপ্লবোত্তর বাংলাদেশের একটি প্রধান নগরীর মেয়র হয়েছেন। ছাত্র-জনতার আত্মত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তিনি ভ‚মিকা রাখবেন, এটাই তার কাছে প্রত্যাশা করি।
তিনি বলেন, আমরা গ্রিন চট্টগ্রাম দেখতে চাই। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম দেখতে চাই। ক্লিন সিটি হিসেবে নগরবাসীরও একই প্রত্যাশা।
গতকাল রবিবার শপথ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগ সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভ‚মি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
তিনি বলেন, পেছনের সব ধ্যান-ধারণা, চিন্তাকে ছুঁড়ে ফেলে দিয়ে ছাত্র-জনতা-শ্রমিকরা যে অর্জনের জন্য তাদের আত্মত্যাগ রয়েছে, সে প্রত্যাশা প‚রণের জন্য বৈষম্যহীন শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় মেয়র শাহাদাত হোসেনের কাছে দেখতে চাই। আমি মনে করি, এ প্রত্যাশা চট্টগ্রামের প্রতিটি নাগরিকের। আমাদের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশের।