আন্তর্জাতিক ডেস্ক
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধের জন্য উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। আজারবাইজানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে রবিবার (২৪ নভেম্বর) এই ঘোষণা দেন দেশগুলোর নেতারা। তবে এ নিয়ে ক্ষোভ রয়ে গেছে দরিদ্র দেশগুলোর মধ্যে। যে পরিমাণ তহবিলে আশা তারা করেছিল তেমন কিছুই হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। এবারের জলবায়ু সম্মেলনে এ তহবিল নিয়ে অনেক কাঠখড় পুড়তে হয়েছে। তহবিল গঠনে একমত হতে না পারায় দেশগুলোর মধ্যে সমঝোতার জন্য অতিরিক্ত ৩৩ ঘণ্টা সময় দেওয়া হয়। এই অতিরিক্ত সময়ে আলোচনার মাধ্যমে অবশেষে প্রস্তাবিত চুক্তিটিতে কিছু পরিবর্তন এনে সেটির চূড়ান্ত অনুমোদন দিতে রাজি হন দেশগুলোর নেতারা। সাইমন স্টেইল বলেছেন, ‘কঠিন হলেও অবশেষে আমরা চুক্তিটি করতে পেরেছি।’ তবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে গত বছর যে আহ্বান জানানো হয়েছিল সে বিষয়ে এবারের সম্মেলনে কোনও চুক্তি করা সম্ভব হয়নি।
রবিবার তহবিলের জন্য ৩০০ বিলিয়ন ডলার অর্থ প্রদানের ঘোষণা দেয় ধনী দেশগুলো। এই সিদ্ধান্তকে করতালির মাধ্যমে অনেকে স্বাগত জানালেও হতাশা প্রকাশ করেছেন জলবায়ু কর্মীরা। এবারের সম্মেলনে নতুন যে তহবিলের প্রতিশ্রুতি এসেছে সরকারি মঞ্জুরি ও ব্যাংক-ব্যবসার মতো বেসরকারি খাত থেকে এর অর্থ আসবে। দীর্ঘ আলোচনার পর জলবায়ু তহবিল নিয়ে ধনী দেশগুলো একমত হলেও, এর প্রতিবাদও করেছে কয়েকটি দেশ।