স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ মারুফুল হক আগেই জানিয়েছেন, গত আসরের মতো এবারও ফাইনাল খেলতে চায় তার দল। লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ২-০তে জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মিরাজ। গোলের পর উদযাপনের সময় টেন্ট থেকে টি-শার্ট নেন। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন। যাতে লেখা ছিল আবু সাঈদ-মীর মুগ্ধকে নিয়ে বার্তা। ম্যাচের ৮৫ মিনিটে গোল আনেন নাম্বার-৯ পিয়াস আহমেদ নোভা।
একইসঙ্গে ‘এ’ গ্রæপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে কোচ মারুফুল হকের শিষ্যরা।
গ্রæপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২২ আগস্ট, স্বাগতিক নেপালের সঙ্গে। ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে।