জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার ভারতের ম্যাচে রান আউট বিতর্ক!

1

স্পোর্টস ডেস্ক

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার দেখেছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। লঙ্কান মেয়েদের ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে অস্ট্রেলিয়া।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ৯৩ রানে থামে তারা। জবাবে নেমে ১৪.২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচটিতে ৫৮ রানের দারুণ জয় পায় নিউজিল্যান্ড।
তবে রয়ে গেছে ম্যাচটিতে ঘটা রান আউট বিতর্ক। অ্যামিলিয়া কারের আউট না হওয়া নিয়ে সমালোচনা চলছে এখনও। ম্যাচের ১৪তম ওভারে দিপ্তি শর্মার করা শেষ বল অফে শট নিয়ে রানের জন্য দৌঁড়ান অ্যামিলিয়া।
সেসময় বল থেকে যায় হারমানপ্রিত করের কাছেই। ওভারও ডেকে ফেলেন আম্পায়ার। এরই মধ্যে দ্বিতীয় রানের জন্য দৌঁড়ান অ্যামিলিয়া ও সোফি ডিভাইন। তখন সোফি নিজের প্রান্তে পৌঁছালেও অ্যামিলিয়া পারেননি। আউট হন তিনি।
হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে। কিন্তু মাঠের বাইরে যাওয়ার আগেই চতুর্থ আম্পায়ার থামিয়ে দেন অ্যামিলিয়াকে। এটি মেনে নিতে পারেননি হারমানপ্রিত। ততক্ষণে অবশ্য আম্পায়ার কারণ জানান। মাঠে থাকা আম্পায়ার ওভার ডাকার কারণে এই বলটি ডেড হয়ে গেছে। তাই এর পরে আউট ধরা হবে না। এমসিসির প্লেয়িং কন্ডিশনের ২০.১ অনুচ্ছেদে বলা আছে এই নিয়মের কথা। তারপরও মানতে পারছিলেন না ভারতীয় অধিনায়ক।
ভারতের কোচও ততক্ষণে ছুটে যান চতুর্থ আম্পায়ারের কাছে। কিন্তু এতে আর লাভ হয়নি। নিয়ম মেনে খেলা চালিয়ে যেতে হয় ভারতকে। অবশ্য পরের বলে আউট হন অ্যামিলিয়া। যোগ করতে পারেননি আর কোনো রান।