জয়াসুরিয়ার ঘূর্ডুতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

1

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা ও জয়ের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়েছিলেন রাচিন রবীন্দ্র। কিন্তু গতকাল তার লড়াই থেমে গেল দ্রæতই।
নিউজিল্যান্ডের আশার আলো নিভলো তখনই। ঘূর্ডুজাদুতে আরও এক উইকেট তুলে নিয়ে বাকি কাজ সেরে ফেললেন প্রবাত জয়াসুরিয়া। আর তাতে কিউইদের দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
দারুণ বোলিং প্রদর্শনীতে গল টেস্টে ৬৩ রানের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। পঞ্চম ও শেষ দিনে কিউইদের দরকার ছিল আরও ৬৮ রান, হাতে ছিল ২ উইকেট। কিন্তু মাত্র ৪ রান তুলতেই সেই ২ উইকেট উইকেট হারালো তারা। প্রথমে রবীন্দ্র (৯২) কে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করেন জয়াসুরিয়া। সবসমিলিয়ে শেষ দিনে সফরকারীরা টিকতে পারল মাত্র ১৬ মিনিট ও ২২ বল।
শ্রীলঙ্কা লক্ষ্য দেয় ২৭৫ রান। লক্ষ্যটা ছোট মনে হলেও জয়াসুরিয়া তার পাহাড়সম বানিয়ে দেন।
ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন এই লঙ্কান স্পিনার।
এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার।