কানযুল হুদা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার আল্লামা পীর সাকিব ইকবাল সামী বিশ্ব মুসলমানদের ভ্রাতৃত্বের আহ্বান জানিয়ে বলেন, বিপন্ন মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্বমুসলমানকে এক কাতারে আসতে হবে। ১২ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে শানে মোস্তফা (দ.) প্রচার ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শানে মোস্তফা (দ.) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ডের বামিংহাম থেকে আসা আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা সাকিব ইকবাল সামী। প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আগত ইসলামি চিন্তাবিদ মাওলানা সাখাওয়াত হোসেন বারকাতী। উদ্বোধক ছিলেন শানে মোস্তফা (দ.) প্রচার ফোরাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা মাওলানা সাখাওয়াত হোসেন বারকাতী বলেন, আকিদার বিশুদ্ধতা মুসলমানদের জন্য অধিক প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের নবী (দ.) এর শানে শব্দ ও বাক্যচয়নে আমাদের সচেতন হতে হবে, যাতে করে অজ্ঞাতবশতও নবী (দ.)-এর মর্যাদায় বিন্দু পরিমাণ আঘাত না লাগে। সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, নবী মোস্তফা (দ.)-এর আদর্শে আদর্শিক হয়ে আমাদেরকে পৃথিবীতে ইনসাফ বাস্তবায়নের লড়াইয়ে নামতে হবে। মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী ও মুহাম্মদ ইকরাম হোসেন সোহাইলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, ড. মাসুম চৌধুরী, মাওলানা শায়েস্তা খান আল আজহারী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মুহাম্মদ মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ আজিজ রজভী, মাওলানা সৈয়দ হাসান আল আজহারী প্রমুখ। বিজ্ঞপ্তি