নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মাসজিদে আজ ৩০ নভেম্বর বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্বিরাত সম্মেলন। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় এবং আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত হবে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।
সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ ক্বারী ইয়াসির শারক্বউঈ, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ ও বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত শিক্ষানুরাগী সুফী মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি