জমজম হাসপাতালকে মাতৃস্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা ও পরীক্ষা বন্ধের নির্দেশনা

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া পৌর সদরের কয়েকটি বেসরকারি হাসপাতাল, ল্যাব ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। ৩ জুলাই সকাল একটানা বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। অভিযান চলাকালে বেসরকারি চিকিৎসা কেন্দ্র শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব এবং লাইফ ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ যথাযথ লাইসেন্স প্রদর্শন করতে না পারায় এবং ও অন্যান্য অনিয়মের দায়ে তাদের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ও যথাযথ কাগজপত্র না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে চকরিয়া পৌর সদরের বেসরকারি চিকিৎসা কেন্দ্র জম জম হাসপাতালে নবজাতক ও মাতৃস্বাস্থ্য সংক্রান্ত সকল চিকিৎসা এবং পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌর সদরের বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্র ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ও যথাযথ কাগজপত্র না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়। অভিযান চলাকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন, হাসপাতাল ও উপজেলা প্রশাসনের লোকজন এবং চকরিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।