জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা

151

জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা গত ১৩ জুলাই সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ডা. মনোতোষ ধরের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে। আর্থিক প্রতিবেদন ও আসন্ন জন্মাষ্টমী উৎসবের বাজেট পেশ করেন পরিষদের অর্থ সম্পাদক রতন আচার্য্য। বিগত সভার কার্যবিবরনী পেশ করেন দপ্তর সম্পাদক লিটন নন্দী। সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও রাউজান পৌর মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার, অ্যাড. তপন কান্তি দাশ, উপদেষ্টা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য, সহ-সভাপতি দিলীপ দাশ, অলক দাশ, লায়ন পিন্টু দাশগুপ্ত, লায়ন দুলাল চন্দ্র দে, সাধন কান্তি দাশ, পরেশ চন্দ্র চৌধুরী, যুগ্ম-সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, রানা বিশ্বাস, লায়ন ডা. বিধান মিত্র, সাধন চৌধুরী, লায়ন শংকর সেনগুপ্ত, লায়ন রবি শংকর আচার্য্য, বিপ্লব কুমার চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ বাবুন, সাধারণ সম্পাদক ঝুন্টু চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, পরিষদ কর্মকর্তা সলিল কান্তি গুহ, এড. নিখিল কুমার নাথ, শিবু প্রসাদ দত্ত, পান্না পাল, সুভাষ চন্দ্র দাশ, লিটন কান্তি দত্ত, রতন রায়, গোপাল বিশ্বাস, অ্যাড. টিপু শীল জয়দেব, শিপ্রা চৌধুরী, সত্যজিত দাশ, নিখিল ঘোষ, প্রকৌশলী সুভাষ গুহ, কাজল কান্তি কর, পলাশ কান্তি নাথ রণী, ইঞ্জিনিয়ার সনজিত বৈদ্য, ডা. অঞ্জন কুমার দাশ, বিভু ধর, ডা. বিজন কান্তি নাথ, অধ্যাপক বনগোপাল চৌধুরী, হিল্লোল সেন উজ্জ্বল, শিব শংকর দেব, রুমকি সেনগুপ্ত, উষা আচার্য্য। বিভিন্ন জেলা ও থানা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন অরূপ রতন চক্রবর্তী, শম্ভু দাশ, ডা. বিদ্যুৎ ভূষণ দাশগুপ্ত, সন্তোষ ঘোষ, রাজীব চৌধুরী মিল্টন, রাজন দাশ, অর্পণ কুমার ধর, বিপু ঘোষ (বিলু), লিটন কুমার শীল, শিবাশীষ সেন, টিংকু কুমার ভৌমিক, অধ্যাপক সমীরন চন্দ্র দেওয়ানজী, সুখেন্দু বিকাশ দাশ, সুনীল দত্ত, বঙ্কিম চন্দ্র ধর, মীনা চৌধুরী, পম্পী দাশ, সনজয়ীতা দত্ত পিংকি, প্রসেনজিত সরকার প্রমুখ।
সভায় আসন্ন জন্মাষ্টমী ও রাস উৎসব উদ্যাপনের জন্য দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ বাবুনকে আহবায়ক ও চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক রতœাকর দাশ টুনুকে সদস্য সচিব এবং কেন্দ্রীয় সহ-সভাপতি অলক দাশকে আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যকে সদস্য সচিব করে মহাশোভাযাত্রা উপ-কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি