জন্মাষ্টমী উদযাপন পরিষদে নির্বাচনের দাবিতে সাধারণ সনাতনী সমাজের ব্যানারে মানববন্ধন করেছে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের লোকজন। গতকাল মঙ্গলবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে সংহতি প্রকাশ করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রণ্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সংগঠক সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে ও বাপ্পী দে এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, প্রশান্ত পান্ডে, কালু চৌধুরী, সুকান্ত তালুকদার, অপু চৌধুরী আকাশ, নারায়ণ চন্দ্র, অরুপ চৌধুরী, দোলন দেব প্রমুখ। সভাপতির বক্তব্যে জন্মাষ্টমীর আজীবন সদস্য সৌরভ প্রিয় পাল বলেন, আমরা সাধারণ সনাতনীরা চাই জন্মাষ্টমী উদযাপন পরিষদে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হোক। অসাংবিধানিকভাবে ফ্যাসিস্টদের মতো জন্মাষ্টমী দখলের সুযোগ নেই। কেউ এই দুঃসাহস দেখালে সাধারণ হিন্দুরা এটা প্রতিহত করবে। আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন চাই। আর জন্মাষ্টমীর কোন কমিটি দায়িত্বশীল কেউ অনুমোদন দেয়নি। আমরা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সুজিত কুমার বিশ্বাস মন্টুর কাছে নির্বাচনের দাবি জানাচ্ছি। আর নির্বাচনে পুলিশ প্রশাসনের ও রাষ্ট্রের সহায়তা চাচ্ছি। বিজ্ঞপ্তি