ইউএই প্রতিনিধি
জনতা ব্যাংক পিএলসির সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নির্বাহী কার্যালয় ও আবুধাবি শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এসময় দূতাবাসের উপ প্রধান শাহনাজ রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম এবং কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যবস্থাপক রেজাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, মোহাম্মদ রাজা মল্লিক, আবু জাহেদ ইমরান সিআইপি, মাহমুদ আজম খান সিআইপি প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে ইলেক্টা রোডের পুরোনো কার্যালয়টি বড় পরিসরে বর্তমান হামদান রোডে স্থানান্তরিত হয়। উদ্বোধন পরবর্তীতে রাষ্ট্রদূত, ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের মুক্ত আলোচনা হয়। এতে গ্রাহকগণ ব্যাংকের বর্তমান সেবার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি বিভিন্ন অভিযোগ, অনুযোগ তুলে ধরে ব্যাংকিং সেবার মান আরও যুগোপযোগী করার প্রস্তাব করেন।