জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

1

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার জালালাবাদ কুলগাঁও ওয়ার্ডের সাধারণ সভা গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। আবু হানিফ দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন। দারসুল কুরআন পেশ করেন মসজিদে তাইয়্যেবার খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জালাল। সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এনামুল হক এনাম, ওয়ার্ড সেক্রেটারি জয়নুল আবেদিন, নূরতাজ হোসেন, আব্দুস শাকুর, আবু সামাসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই। বিজ্ঞপ্তি