জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে শাসন কাঠামোর সংস্কার চাই

1

গত ৩ নভেম্বর চকবাজার অস্থায়ী কায্যালয়ে গণঅধিকার চর্চা কেন্দ্রে উদ্যোগে রাষ্টীয় শাসন কাঠামো সংস্কার সম্পর্কে মত বিনিময়ের আয়োজন করা হয়। ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বাধীন দেশের উপযোগী শাসন কাঠামো ৫৩ বছরে ও গঠিত হয়নি। সভায় বক্তা বলেন, ১৯৪৭ সাল থেকে পাকিস্তান সরকারের সকল বৈষম্য বিরোধী বাঙালি স্বার্থ বিরোধী আন্দোলনের মূল শক্তি ছিল এই দেশের মেহনতি কৃষক শ্রমিক পেশাজীবী জনতা ও তাদের সন্তানেরা।
৭১ সালের মুক্তিযুদ্ধের প্রধান শক্তি ছিল এরাই। ৭১ পরবর্তী স্বাধীন বাংলাদেশ ২৪ সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে তার মূল শক্তি ছিল এই মেহনতি শ্রমিক কৃষক পেশাজীবী ও তাদের সন্তান। দুঃখজনক হলেও সত্য মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত কোন সরকার মেহনতি জনগণের ক্ষমতার কোনো স্তরেই অন্তর্ভুক্ত করেনি। এর ফলে রাষ্ট্র আজ পর্যন্ত মেহনতি জনগণের স্বার্থ রক্ষার ওয়াদা বারবার করলেও আর বাস্তবায়ন করতে পারেনি। তাই সময় এসেছে জনগণকে অংশীদারিত্ব দেয়ার।
শ্রম কর্ম পেশার প্রতিনিধিদের জাতীয় সংসদ স্থানীয় সরকার অন্তর্ভুক্ত করে সাধারণ জনগণের রাষ্ট্রীয় ক্ষমতাযর অংশীদারিত্ব দিলে তারাই তাদের অধিকার করতে পারবে আমরা মনে করি। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন মুক্তিযোদ্ধা জাকারিয়া আহমেদ,মুক্তিযোদ্বা আ,জ, ম সাদেক, মশিউর রহমান খান, নুরুল হাদি, জানে আলম, শেখ গোলাম মো. রাজু, আবুল বাসার হেলাল, আবদুল মাবুদ, নুরুল কাদের, নজরুল ইসলাম মিয়া, হাসিনা আক্তার টুনু, মোরশেদ আলম, এম কাইছার উদ্দীন, নাদিম চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি