চট্টগ্রাম-৯ আসনের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের এ ইউনিটে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় ঐক্যের বার্তা দেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ে গতকাল রাত ৯টায় নগরীর বাকলিয়ার শাহআমানত হাউজিং সোসাইটি এলাকায় অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড এ ইউনিট বিএনপির সভাপতি নূর নবি মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তৈয়ব। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও জীবন-জীবিকার নিশ্চয়তা দেওয়া বিএনপির অঙ্গীকার। বিএনপি জনগণের দল এই দল আপস করে না। সকলে ধানের শীষের পক্ষে কাজ করুন, ঐক্যবদ্ধ থাকুন, তাহলেই পরিবর্তন আসবেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম, ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আক্তার খান, ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক কমিশনার ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব, ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দরসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতারা। বৈঠকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও অংশ নেন। উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদলের মো. রায়হান, আশরাফ, জাহাঙ্গীর আলম জনি, সিফাতুর রহমান; স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এস এম বাবলু, সদস্য সচিব মো. ফারুক; ছাত্রদলের আবু মহসিন ইমন, আবিদ, জিহাদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির লক্ষ্য একটাই, জনগণের মুক্তি ও গণতন্ত্রের পুনরুদ্ধার। ব্যক্তিগত মতভেদ নয়, এখন সময় ঐক্যের। বৈঠকের শেষে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ সংস্কার আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি











