জঙ্গিবাদ থেকে রক্ষা পেতে নৌকায় ভোট দিন

73

চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে আজ ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনের ডা. আফসারুল আমীন ও চট্টগ্রাম-১১ আসনের এমএ লতিফের সমর্থনে এই প্রচারণা মিছিল বের করা হয়। প্রচারণা মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, নন্দনকানন, জুবলী রোড, ডিসি হিল, সিনেমা প্যালেস হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় নির্বাচনে দেশের মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাংলাদেশের মানুষকে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক হানাহানির ছোবল থেকে রক্ষা করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ এবং মহাজোট প্রার্থীদের জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহবায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব রত্নাকর দাশ টুনুর সঞ্চালনায় আন্দরকিল্লা মোড়ে মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল হোসেন, মহানগর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক লায়ন দিলীপ ঘোষ, রায়হান চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, মো. আবু বক্কর, মহানগর তাঁতী লীগের সদস্য প্রকৌশলী সৈকত দাশ, আজিজুল হক, অধ্যাপক অঞ্জন দত্ত, প্রকৌশলী অমিত ধর, স্ট্যালিন দে, হিল্লোহ সেন উজ্জ্বল, সজল দত্ত, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, সৌরেন দত্ত, দীপ্ত সিনহা, কামরুল ইসলাম হীরা, যীশু তালুকদার, হালিশহর থানার আহবায়ক আনোয়ারুল করিম রুজবী, রানা মারমা, মাইনুদ্দিন সাগর, আবু হানিফ জনি, মামুন, সিরাজ, দেবাশীষ চৌধুরী দেবু, উজ্জল সেন প্রমুখ। বিজ্ঞপ্তি