জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে

48


আইইবি চট্টগ্রাম কেন্দ্র : রাজনীতি থেকে মুক্তিযুদ্ধ বিরোধী সা¤প্রদায়িক শক্তিকে বর্জন এবং ক্ষুধা, দারিদ্র-সন্ত্রাস-মাদক-দুর্নীতি-জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযুদ্ধ ও বিজয়ের পতাকাকে সমুন্নত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। গত ১৯ ডিসেম্বর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইইবি চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন এবারের নির্বাচনে সা¤প্রদায়িক অপশক্তি ক্ষমতায় ফিরে এলে দেশ অন্ধকারে চলে যাবে। মানুষ আগুন সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে যাবে। ওরা ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের হত্যা করবে এবং একদিনেই তারা রক্তের নদী বইয়ে দেবে, লাশের পাহাড় সৃষ্টি করবে। তিনি নতুন প্রজন্মের প্রযুক্তিবিদদের উদ্দেশ্যে বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তি, তাদের সহযোগী, মদদ দাতা এবং স্বাধীনতা বিরোধী সন্তানদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। আমাদের প্রত্যাশা দেশের নাগরিক বিশেষ করে তরুণ প্রজন্ম রাষ্ট্রীয় ক্ষমতায় এমন কাউকে সমর্থন করবেন না যারা স্বাধীনতা বিরোধী এবং তাদের মদদ দেয়। সভাপতির ভাষনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. রফিকুল আলম বলেন তরুণেরা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার সঙ্গী। সেই অগ্রযাত্রায় শামিল হতে তরুণদের হাতে আবারও সুযোগ এসেছে। সেই সুযোগটি হলো ভোট প্রদানের। দেশের উন্নয়নের অংশীদারিত্ব অর্জন ও ভবিষ্যত সুগম করতে তাদের ভোট দিতে হবে দেখে শুনে। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আইইবি চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এম শাহজাহান, প্রকৌশলী এম আলী আশরাফ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও প্রবীর কুমার দে। বিজয় দিবসের আলোচনা সভার অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যাপক ড. প্রকৌশলী মো. রফিকুল আলম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ক, খ ও গ বিভাগের শিশু কিশোরদের পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশিনের শিল্পীবৃন্দ। বিজ্ঞপ্ত
মুজিবের বাংলা : মহান বিজয় দিবসে ছাত্র যুব সংগঠন মুজিবের বাংলা এর উদ্যোগে সংগঠনের আহবায়ক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাড. এইচ এম হোসাইনুর রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিজয় র‌্যালি ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ হতে শুরু হয়ে ফিরিঙ্গী বাজার, কোতোয়ালী, নিউ মার্কেট চত্বর, আলকরণ রোড হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বশির আহম্মদ লিটন, নুরুল আমিন মানিক, আনিসুর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক শাহ রশিদ আহম্মদ, হাবিব ওয়াহিদ, আবদুল হালিম দিদার, সাবেক ছাত্রনেতা সুমন আচার্য্য, মোহাম্মদ আক্কাস, গোলাম মোর্শেদ সোহেল, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ফয়সাল, ছাত্রনেতা সাগর আচার্য্য, সাব্বির আলম রাফি, মোজাম্মেল হোসেন, মেহেদী প্রমুখ।
মুক্তির সোপান : মধ্যরাত থেকে মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর এহসান (মানবতা মুক্তির সোপান)’র পক্ষ থেকে চট্টলার বিভিন্ন পয়েন্টে, প্রতিবন্ধী, গরীব, অসহায় শীতার্ত মানুষদের প্রায় অর্ধলক্ষ টাকার শীতবস্ত্র বিতরণ করার হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ সোলাইমান আলী রজভী, উপদেষ্টা মন্ডলির সদস্য আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুল আযিয রজভী, সভাপতি মন্ডলির সদস্য ফরহান মুহাম্মদ সরফরাজ রেজা, মুহাম্মদ ইসতিয়াক রায়হান রেজা, শায়ের হাফেয মুহাম্মদ আমিনুল ইসলাম, মুহাম্মদ জাবেদ ইকবাল, রবিউল হাসান আরিফ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুরশেদ আলম, আশরাফুল হোসেন, মহিম উদ্দিন চৌধুরী, আরিফুল হক চৌধুরী, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, শামিমুল ইসলাম মুবিন, এরফানুল হক, রাকিবুল ইসলাম, রবিউল হাসান রিদওয়ান সহ নেতৃবৃন্দ।