জয়বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম এর উদ্যোগে ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে ছয়জন বরেণ্য শিল্পী আবদুল আলীম, আব্বাস উদ্দিন, হাছন রাজা, লালন ফকির, শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণবকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজল দাশ এর সঞ্চালনায় সংগঠক ও কবি আশীষ সেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরেণ্য বুদ্ধিজীবী, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক এডভোকেট মনজুর মাহমুদ খান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সংগঠক বাবুল কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন জয় বাংলা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। বিশেষ আলোচক ছিলেন ডা. রতন চক্রবর্ত্তী, চট্টল ইয়ূথ কয়ার কর্মকর্তা সুজিত দাশ অপু, কবি আসিফ ইকবাল, সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, সংস্কৃতি অনুরাগী নিহার ভট্টাচার্য, সংগঠক সুজিত চৌধুরী মিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ দাশ, সংস্কৃতিকর্মী সবুজ চৌধুরী রকি। উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, ছবির আহমদ, রতন ঘোষ, পপি ভৌমিক, শেখ মাহমুদুর রহমান, নিলয় দে, মো: জাফর আলম, ঈশিতা চৌধুরী, প্রবাল চৌধুরী, প্রিয়াংকা মন্ডল, অন্তরা তালুকদার, শ্রেয়া চৌধুরী, দেবরাজ চৌধুরী, রূপসী বিশ্বাস, মল্লিকা বৈষ্ণব, মিঠু দাশ, টিপু রাণী ধর, সুমি সেনগুপ্তা, নিলয় ধর। কবিতা আবৃত্তি করেন কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ, গণসংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি এডভোকেট মনজুর মাহমুদ খান বলেন, ছয়জন বরেণ্য শিল্পী আবদুল আলীম, আব্বাস উদ্দিন, হাছন রাজা, লালন ফকির, শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণব আমাদের লোকজ ও আঞ্চলিক গানকে বিশ্ব সাংস্কৃতিক পরিমন্ডলে সমৃদ্ধ করে গেছেন। বিজ্ঞপ্তি