ছোট সাজ্জাদের আরেক সহযোগী গ্রেপ্তার

0

নিজস্ব প্রতিবেদক

নগরীতে প্রাইভেটকার ধাওয়া করে জোড়া খুনের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জোড়া খুনর ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত রবিবার রাতে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সজিব (২৯) ফটিকছড়ি উপজেলার মধ্য কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী বলে পুলিশ জানিয়েছে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে সজিবকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যমতে ফটিকছড়ি কাঞ্চননগর এলাকার রাজা রাস্তার মাথা থেকে খুনের ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।