স্পোর্টস ডেস্ক
সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের ১৪ বছরের দাম্পত্য জীবন এখন অতীত। গত বছর দুই তারকার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে গেলেও ছেলে ইজহান মির্জা মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের সঙ্গে ভালো বন্ধুত্বের কথা জানিয়েছেন পাক ক্রিকেটার।
বিবাহবিচ্ছেদের পর আদালতের নির্দেশে সানিয়ার কাছে থাকে ইজহান। তবে বাবা হিসেবে সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি রয়েছে শোয়েবের। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ছেলের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। ইজহান আমাকে ভাই বলে ডাকে। আমিও মাঝে মাঝে ইজহানকে ভাই বলি। দুবাইয়ে ইজহানের সঙ্গে মাসে অন্তত দু’বার দেখা করি। দুবাইয়ে থাকলে সব সময় ছেলেকে নিজে স্কুলে পৌঁছে দিই। স্কুল থেকে নিয়েও আসি।’ তিনি বা সানিয়া তাদের বিবাহবিচ্ছেদের প্রভাব সন্তানের ওপর পড়তে দেন না। দু’জনেই অভিভাবকের দায়িত্ব পালন করেন। অবশ্য শোয়েব আবার বিয়ে করেছেন, পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে।