ছুটির পর প্রথম দিন ডিএসই সূচক ঊর্ধ্বমুখী

1

পূর্বদেশ ডেস্ক

কোরবানির ঈদ ঘিরে টানা ১০ দিন ছুটি কাটিয়ে লেনদেনে ফিরে ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। ছুটির পর প্রথম দিন গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট এগিয়ে ৪ হাজার ৭২৪ পয়েন্টে পৌঁছেছে। সারাদিনে হাতবদল হয়েছে ২৬৩ কোটি টাকার শেয়ার, যা ছুটির আগের শেষ কর্মদিবসের চেয়ে ৩৮ কোটি ৫০ লাখ টাকা বেশি। খবর বিডিনিউজের।
গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫টির শেয়ার দর বেড়েছে; ১৭৯টির কমেছে;আর আগের দরে লেনদেন হয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার।
ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, ওষুধ ও রসায়ন, ব্যাংক ও খাদ্য খাতের শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি। বিপরীতে বস্ত্র, বিমা ও প্রকৌশল খাতের শেয়ার সবচেয়ে বেশি দর হারিয়েছে।
লেনদেনে একক খাত হিসেবে সর্বোচ্চ ৫১ কোটি ৯০ লাখ টাকা বা ২০ দশমিক ৫২ শতাংশ অবদান রাখে খাদ্য ও আনুসঙ্গিক খাত। দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের অবদান ছিল ১৩ দশমিক ৪৮ শতাংশ। আর ১৩ দশমিক ৩২ শতাংশ নিয়ে পরের অবস্থানে ছিল ওষুধ ও রাসায়ন খাত।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ, দেশ গার্মেন্টস ও বিচ হ্যাচারি। অন্যদিকে দর হারানোর শীর্ষে চলে আসে ফিনিক্স ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও আনলিমা ইয়ার্ন।