ছিনতাই-চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে সুজন দাস নয়ন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ব্যবসা, মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার নয়ন সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের মিলন দাসের ছেলে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকার সিপিডিএল ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম অভিযানে নেতৃত্ব দেন।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর হাজারী গলি ও আন্দরকিল্লা এলাকার এক আতঙ্কের নাম সুজন দাস নয়ন। সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনের নাম ভাঙিয়ে তিনি ও তার সহযোগীরা হাজারী গলি, দেওয়ানজী পুকুরপাড়, টেরিবাজার ও লালদিঘী এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াতেন। নয়নের বিরুদ্ধে ইয়াবা, অস্ত্র ব্যবসা, মারামারি ও ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।